আমরা
আমাদের বসবাসের সুবিধার্থে এবং আধুনিক সভ্য পৃথিবী গড়তে গিয়ে আমরা নানা স্থাপনা
গড়ে তুলেছি। যেমন শিল্প কল-কারখানা, ইট ভাঁটা এমন সব স্থাপনা গরে তুলেছি। নানামুখী
কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্যভাবে পরিবেশের ক্ষতি করছি। যার ফলে
পৃথিবীর জলবায়ু অতি দ্রুতই পরিবর্তিত হচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
(পরিসংখ্যান)
জলবায়ু
পরিবর্তনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।
যেমনঃ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, শিশু স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। (পরিসংখ্যান)
সারা
বিশ্ব আজ একসাথে আওয়াজ তুলেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের । সেখানে
বাংলাদেশ এক অনন্য ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তনের এই আন্দোলনে। আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব নেতাদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে
নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নিজের দেশের জলবায়ুকে আরো সুন্দর করতে নিয়েছেন
কার্যকরী বিভিন্ন পদক্ষেপ। আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে জলবায়ু
পরিবর্তনের বিরুদ্ধে কাজ করার জন্য প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছেন।
এরই
ধারাবাহিকতায় আমরাও আমাদের দায় এড়াতে পারিনা। আমাদের প্রত্যেকেরই উচিৎ এই জলবায়ু
পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত থাকা এবং দেশনেত্রীর এই কার্যক্রমকে আরও
তরান্বিত করা। এটি সম্ভব হতে পারে শুধুমাত্র আমাদের সম্মিলিত উদ্যোগে।
এই কাজে
সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।
ইতিমধ্যেই
আমরা ইকোটেক এর সাথে নানামুখী কার্যক্রম করেছি। আম বাগান প্রকল্পের মাধ্যমে সরাসরি
অনেক নগরবাসীকে কৃষিতে সম্পৃক্ত করেছি। শত শত প্লট তৈরি করে নগরবাসীর কাছে
হস্তান্তর করেছি। হাজার হাজার বৃক্ষ রোপণ
করে সবুজায়নের এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছি।
এর পর
মাল্টা বাগানের মাধ্যমে আমরা নতুন জাতের মাল্টা উৎপাদন ও সবুজায়নে সজীবতা ফিরিয়ে
আনার চেষ্টা করেছি।
এভাবে
হাজারো নতুন উদ্যোক্তা আমাদের কার্যকলাপ অনুসরণ করে নিজ নিজ এলাকায় নতুন বাগান
তৈরি করেছে। আমাদের এই পদ্ধতি দেখে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে অসংখ্য সফল
উদ্যোক্তা ।
ইতিমধ্যেই
আমরা একটি এগ্রোপার্কের কর্মসূচি হাতে নিয়েছি। যেখানে থাকবে কৃষি গবেশনার জন্য সকল
আয়োজন। যেখান থেকে সাধারণ মানুষ কৃষি শিখতে পারবেন এবং সব ধরনের সহযোগিতা পেয়ে
সারাদেশকে উন্নত সবুজায়নের লক্ষে পৌঁছে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য থাকবে উন্নত
গবেষণার ব্যাবস্থা।
নগরকে
সবুজায়নের জন্য নগরবাসীদের ছাদ বাগান তৈরি ও পরিচর্যা সেবা দিচ্ছি। পাশাপাশি
ছাদবাগানকে সহজিকরনের জন্য আমরা একদিকে যেমন পরিচর্যা সেবা দিচ্ছি অন্যদিকে সফলতার
সাথে অত্যাধুনিক একুয়াফনিক্স পদ্ধতিতে সফলতার সাথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন
করেছি।
মুজিববর্ষে বছরব্যাপী ছাদ বাগান প্রশিক্ষণ দিবে 'ইকোটেক'
দেশের জলবায়ু পরিবর্তন ও সবুজায়নের জন্য ঐক্যবদ্ধ]ভাবে কাজ করে যাচ্ছে 'ইকোটেক'। পাশাপাশি কাজ করছে জলবায়ুর দূষণকে রোধ করে শহরকে দূষিতবায়ু মুক্ত সবুজ শহর গড়তে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইকোটেক উদ্যোগ নিয়েছে ১০ হাজারের বেশি ছাদ মালিককে ফ্রি ছাদ বাগান প্রশিক্ষণ দেওয়ার। সোমবার (১৬ ডিসেম্বর) ইকোটেক এর প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইকোটেক অর্গানিক গার্ডেন ও ইকোটেক বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ চাকলাদার ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।